বাংলাদেশকে আরো জলবিদ্যুৎ দিতে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। বাংলাদেশের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে, সে দেশের পরিবেশ মন্ত্রী আই বাহাদুর শাহী ঠাকুরি এই আগ্রহের কথা জানান।
সোমবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, নেপাল বাংলাদেশকে আরো জলবিদ্যুৎ দিতে আগ্রহী। এই প্রক্রিয়ার জন্য বাংলাদেশ-ভুটান, নেপাল ও ভারতের সঙ্গে আলোচনা প্রয়োজন।
সৈয়দা রেজওয়ানা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা নিয়ে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারিতে। বৈঠকে অংশ নেবে নেপাল, ভুটান ও বাংলাদেশ। এটি কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। ওই বৈঠকে আলোচনা হবে জলবায়ুর প্রভাব মোকাবেলার প্রশমন, অভিযোজন ও লস অ্যান্ড ড্যামেজ বিষয়ে।
নেপালের পরিবেশ মন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রায় একই। জলবায়ু পরিবর্তন কোনো সীমানা নেই। এর প্রভাব মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে।