নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে।
এ সময় নারীকে শ্লীলতাহানি করে প্রতিপক্ষ। উপজেলার গণেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামে এ ঘটনা।
নারীসহ আহতরা হলেন___দক্ষিণ পারইল গ্রামের মৃৃত মমতাজ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭), স্ত্রী সুমি খাতুন (৩৫) এবং তাদের ছেলে সাব্বির হোসেন (১৮)। ঘটনার সময় সুমি খাতুনকে শ্লীলতাহানি করে আহত করা হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন___একই গ্রামের নাজমুল হক, এনামুল হক, লাকী বেগম এবং সালমা আক্তার।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার (০৬ মে) বাড়ির পাশে রাস্তার বৈদ্যুতিক লাইনের নিচে একটি গাছের ডাল কাটে তাঁরা। ডাল ভাগাভাগি করে নেয়ার সময় দুই পরিবারে বিবাধ বাঁধে। কথা বলার এক পর্যায়ে সাইফুল ও ছেলে সাব্বিরকে দেশিয় অস্ত্র লাঠি-সোঠা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে নাজমুলের পরিবার। সাইফুললের স্ত্রী বাঁধা দিলে তাকে শ্লীলতাহানি করা হয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বিষয়টি অস্বীকার করে নাজমুল হকের পরিবার।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ- আলম সিদ্দিকী জানান, 'কোনো অভিযোগ পাইনি। ভুক্তভোগী পরিবার আইনি সহায়তা চাইলে দেয়া হবে।'