• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

মোবাইলহীন জীবনের গল্পে দিদারের নাটক

টিএন২৪ ডেস্ক ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৫:১১ পিএম

সম্প্রতি মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘তোমাকে ভালোবাসার পর’ নামের ফিকশন। মোবাইলবিহীন এক জীবনের গল্প তুলে ধরেছেন নতুন এই নাটকটিতে।

নাটক বানিয়েই ক্যারিয়ার শুরু মাহমুদ দিদারের। মাঝে সিনেমা নির্মাণের জন্য বিরতি নিয়েছিলেন নাটক থেকে। ‘বিউটি সার্কাস'খ্যাত এই নির্মাতা আবারও ফিরেছেন নাটক নির্মাণে।

সম্প্রতি মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘তোমাকে ভালোবাসার পর’ নামের ফিকশন। মোবাইলবিহীন এক জীবনের গল্প তুলে ধরেছেন নতুন এই নাটকটিতে। 

গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের ছেলে সফল অদ্ভুত এক জীবন যাপন করছে। কোনো ফোন ব্যবহার করে না সে। আর সে জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায়ই র‍্যাগিংয়ের শিকার হতে হয় তাকে। সফলের এই আচরণকে অবান্তর বলে মনে করে রাফা। রাফা টমবয় টাইপ মেয়ে। বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে থাকে সব সময়। ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়ে রাফা। ঘটনাক্রমে তার জীবনে জড়িয়ে যায় সফল। একদিন নিখোঁজ হয়ে যায় রাফা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পায় না তাকে। একপর্যায়ে তারা সন্দেহ করে রাফাকে অপহরণ করেছে সফল। রাফার খোঁজে নামে পুলিশ। এভাবেই এগিয়ে যায় গল্প।

মাহমুদ দিদারের ছোটগল্প ‘অল্টারনেটিভ’ অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দুই তরুণ মুখ সফল খান ও রিয়া। 

অভিনেতা সফল খান বলেন, ‘এটা দারুণ এক্সপেরিয়েন্স। মোবাইলহীন একটা লাইফ কেমন হলো তা পুরোদমে উপভোগ করলাম এটার শুটিং-এ। আমি কমপ্লিটলি মোবাইল টাচই করিনি শুটিং এর ৩ দিন।’

রিয়া মনি বলেন, ‘আমি যেমন রিয়েল লাইফে ঠিক তেমনি ক্যারাক্টার প্লে করেছি। আশা করছি কাজটা অন্য রকম একটা ভাইব দেবে।’ 

নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘নতুনদের নিয়ে কাজ করার প্রবণতা একেবারে শুরু থেকেই ছিলো। আ্‌শা করছি দর্শক কাজটা ভালোভাবেই নেবে। দুইজন তরুন অভিনেতা দুর্দান্ত কাজ করেছে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন,  রোজী সিদ্দিকী, তুহিন রহমান, খন্দকার হিমেল প্রমুখ। ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় চ্যানেল আই’য়ে প্রচারিত হবে নাটকটি ।

Tags:   নাটক