অভিনেতা বিক্রান্ত ম্যাসের অবসর নেয়ার খবরে কয়েকদিন ধরেই সরগরম ছিল শোবিজ অঙ্গন। গত সোমবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট লিখে অভিনয় জীবন থেকে বিরতি নেয়ার খবর জানান তিনি।
কিন্তু একদিন পর ভোল পাল্টে জানালেন, তিনি অবসর নিচ্ছেন না। তার বক্তব্যের নাকি ভুল ব্যাখা হয়েছে। আসলে তিনি চিরকালের মতো সরে যাচ্ছেন না। দীর্ঘদিনের বিশ্রামে যাওয়ার কথা বলতে চেয়েছিলেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের কাছে বিক্রান্ত তার অবসর নিয়ে মুখ খোলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অভিনয় দুনিয়া থেকে অবসরের কোনো ইচ্ছা তার নেই। আপাতত সবে মাত্র বাবা হওয়ায় বেশ কিছুদিন পরিবারের দিকে নজর দিতে চান তিনি। ওই সাক্ষাৎকারে বিক্রান্তের কথায়, আমি অবসর নিচ্ছি না। কেবলমাত্র সরে দাঁড়াচ্ছি। আমার একটি দীর্ঘ অবসর চাই। কিন্তু এটাকেই সকলে ভুল বুঝেছে।
এদিকে গত সোমবারই অবসর জল্পনার মধ্যেই বিকেলে সংসদের বালযোগী অডিটোরিয়ামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বসে সবরমতী রিপোর্ট সিনেমাটি দেখেন বিক্রান্ত। এই সিনেমায় তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। যদিও সিনেমা দেখে বেরনোর সময় তার অবসর নিয়ে কোনো কথা বলেননি তিনি।