• বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
logo

নতুনরূপে চমকে দিলেন প্রসেনজিৎ-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক ০৪ ডিসেম্বর, ২০২৪ ০১:৫৫ পিএম

শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। পাশাপাশি প্রসেনজিতকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

বছর শেষে নতুন চমক নিয়ে এলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। পাশাপাশি প্রসেনজিতকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

বেশ কয়েকমাস ধরেই আলোচনায় ছিল সিনেমাটিতে তাদের চরিত্র ও লুক নিয়ে। এবার এলো সিনেমাটির অফিশিয়াল পোস্টার। এখানে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে রণংদেহি মেজাজে। তার সঙ্গে আছেন গেরুয়া বসনধারী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কপালে লাল তিলক ও মুখভর্তি দাড়ি। পোস্টার প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে নেটিজেনের। পোস্টারের সঙ্গে দেখা যাচ্ছে সিনেমা মুক্তি তারিখও।

পোস্টারে সিনেমাটির মুক্তির দিন লেখা রয়েছে মে ২০২৫। তার মানে আগামী বছর মুক্তি পাবে এটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’কে নিয়ে সিনেমা আগেও হয়েছে। তবে এ সিনেমার যে পোস্টার মুক্তি পেয়ছে সেখানে ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে। তার কপালে সিঁদুরের তিলক, লম্বা চুল, গোটা মুখ ঢাকা দাড়ি গোঁফে। এমন চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের। এমনটা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রসেনজিৎ।

সেই সঙ্গে এও বলেছিলেন যে, ‘অভিনয়ে কোনো খামতি রাখেননি শ্রাবন্তী। ঘোড়সওয়ারও শিখেছেন। সেই সঙ্গে রপ্ত করেছেন যুদ্ধকলাও।’ সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বিবৃতি চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ ও সব্যসাচী চক্রবর্তী। উত্তর  কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ডসহ বিহারের নানা জায়গায় শুটিং হয়েছে সিনেমাটির।