হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালামাল ছিনিয়ে নিয়ে পালানোর সময় তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক তিনজন প্রত্যেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
আটকরা হলেন- সার্জেন্ট ইকবাল, মো. মাকসুদ ও পুসিদার হোসেন। তাদের মধ্যে ইকবাল, মো. মাকসুদ র্যাব সদস্য ও পুসিদার হোসেন পুলিশ সদস্য।
সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে বিমানবন্দরে প্রবেশ করে ক্যানোপি এলাকার বাইরে মো. নাজমুল নামে এক ব্যক্তির কাছ থেকে তারা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় একটি প্রাইভেট কারও (ঢাকা মেট্রো-গ ১৭-৭৪১৮) জব্দ করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, আগে থেকেই পার্কিং করা গাড়ি (ঢাকা-মেট্রো গ- ১৭-৭৪১৮) নিয়ে তাড়াহুড়ো করে চলে যাওয়ার চেষ্টার সময় তাদের গাড়ির আঘাতে কয়েকজন পথচারী আহত ও কয়েকটি গাড়ির আংশিক ক্ষতি হয়। এপিবিএন পুলিশ গাড়িসহ ২ নং অভিযুক্ত ব্যক্তিকে সিভিল এভিয়েশনের হেড কোয়ার্টারের সামনে থেকে আটক করেন এবং ১ ও ৩ নং অভিযুক্ত ব্যক্তিকে বিমানবন্দরের গোলচত্বর এলাকা থেকে আটক করেন। আটক গাড়িটি দৈনিক অগ্নিশিখা পত্রিকার মালিকানাধীন বলে জানা গেছে।
আরও জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে একই প্রক্রিয়ায় বিমানবন্দরসহ আশেপাশের এলাকায় বিমানযাত্রী এবং সহযাত্রীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মালামাল ছিনতাই করে আসছিল। গতকাল তারা এক যাত্রী থেকে ছয়টি মোবাইল ফোন ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়।