বাংলাদেশ নিয়ে মমতার উস্কানিমূলক বক্তব্যের জবাব
মমতার বক্তব্যের জবাব দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বাংলাদেশ নিয়ে উদ্বেগে রয়েছে ভারতীয় মিডিয়া। সেই তালে তাল মেলাচ্ছেন সে দেশের কয়েকজন রাজনীতিকও। এবার বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু তাই নয়, বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের এই মন্ত্রী।
এবার মমতার বক্তব্যের জবাব দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, মমতা যে আহ্বান জানিয়েছেন সেই বক্তব্য তার জন্য ‘সঠিক পদক্ষেপ নয়’। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মমতার বক্তব্য বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মমতা ব্যানার্জির বক্তব্যকে আমি ‘মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য’ হিসেবেই দেখতে চাই। কারণ, উনি এই বক্তব্য কেন দিলেন সেটি বুঝতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে পরিচিত। তার বাসায় আমার যাতায়াত ছিল। আমি মনে করি এটি তার জন্য সঠিক পদক্ষেপ নয়। রাজনীতিকরা তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি (বক্তব্যটি) হয়তো তাকে সহায়তা করবে। এটি আমার মত।’