সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৫১ কোটি টাকা।
বুধবার (২৭ নভেম্বর) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩৬ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, বুধবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২১ দশমিক ০১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ১৬৪ দশমিক ১৩ পয়েন্টে ও ১ হাজার ১৫৯ দশমিক ৮৪ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৯ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৩ দশমিক ৩৫ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০১টির কোম্পানির শেয়ারের, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি।এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।