• রবিবার ২৯ ডিসেম্বর, ২০২৪
logo

পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক ১৭ নভেম্বর, ২০২৪ ১২:০৬ পিএম

রাজধানীর পল্টন মোড়ে ইউনিক পরিবহনের একটি বাস ও পেঁয়াজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজধানীর পল্টন মোড়ে ইউনিক পরিবহনের একটি বাস ও পেঁয়াজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে এই সংঘর্ষ ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৬টায় মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ভোরবেলা ইউনিক পরিবহনের বাস ও পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

Tags: