ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করে বলেছেন, ফ্যাসিবাদের প্রকাশ্য দেসররা মোস্তফা সরওয়ার ফারুকী কোন যোগ্যতা বলে উপদেষ্টা হয়েছে জাতি জানতে চায়। ফারুকীকে প্রত্যাহার না করলে আবারো রাজপথে নামবো। যা কিছু হবে রাজপথে ফায়সালা হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে ওঠছে। ফ্যাসিবাদ ও তাদের দোসরা এখনো দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। মাফিয়াগোষ্ঠী দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দেসররা দেশ ও দেশের বাইরে থেকে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
শুক্রবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কতেয়ালী থানা শাখার উদ্যেগে বাবুবাজার মাজার ( উত্তরপাশ, ব্রীজের নিচে) ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকাকালীন শান্তি ও পারকালে মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে- আয়োজিত গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছরে জনতার প্রত্যাশা পূরণ হয়নি আপনাদের ওপর জনতার আকুণ্ঠ সমর্থন রয়েছে। কোনে বিশেষ মহল কিংবা কোনো বিশেষ দলকে সুবিধা জাতির সাথে প্রতারণা করবেন না। দেশের সিংহভাগ রাজনৈতিক দলের মতামতের মর্যাদা দিয়ে আগামি সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু করুন। সময়কে ধারণ করে পিআর পদ্ধতি চালুর মাধ্যমে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ, নমিনেশন বাণিজ্য বন্ধসহ রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধে এগিয়ে আসুন। আপনারা রাষ্ট্রে একটি আমূল পরিবর্তন আনুন। প্রয়োজনীয় সংস্কার করুন বিনা ভয়ে। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী যেন আপনাদের দ্বারা বিশেষ কোনো সুবিধা না পায় সেদিকে সতর্ক ও সজাগ থাকুন।ফ্যাসিবাদের ও মাফিয়াদের বিরুদ্ধে আমাদের শহীদের রক্ত যেন বৃথা না যায়, শহীদের রক্তের সাথে যেন গাদ্দারি করা হয় সেদিকে নজর রাখুন।