নওগাঁর মহাদেবপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ২৮৬ জন সুফলভোগী পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (৩০ এপ্রিল) উপজেলা চত্বরে প্রতি পরিবার দুটি করে ভেড়া তাদের হাতের হাতে তুলে দেয়া হয়।
এ সময় ভেড়া পালনে গৃহ-নির্মাণের উপকরণ ও খাবারও দেয়া হয় তাদের মাঝে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিম্পদ উন্নয়ন প্রকল্প ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় এসব দেয়া হয়।
আলোচনা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী (কর্মকর্তা) মো. আবু হাসান। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, রাবেয়া রহমান পলি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো. আব্দুল মালেক, ভেটেরিনারি সার্জন ডা: আল আমিন তান, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডলসহ অনেকে।