বুধবার স্পেনের তিনটি প্রদেশ থেকে কয়েক হাজার মানুষকে আশ্রয়শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। মাত্র দুই সপ্তাহ আগেই দেশটির ভ্যালেন্সিয়ায় ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যা হয়েছিল। তাতে অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছিল। এবার যাতে মৃত্যুর ঘটনা না ঘটে, তা নিয়ে প্রথম থেকেই সজাগ রয়েছে প্রশাসন।
স্পেনের জাতীয় আবহাওয়া দপ্তরের নাম এইএমইটি। বুধবার তারা জানিয়েছে, মালাগা, গ্রানাডা, নর্দার্ন ক্যাসেলন এবং তারাগোনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভ্যালেন্সিয়া উপকূলবর্তী অঞ্চলেও নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে।
আগামী ১২ ঘণ্টায় এই এলাকাগুলোতে ১৮০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার গ্রানাডার দক্ষিণে ৪০ থেকে ১২০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। তবে সব জায়গাতেই শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করার পরেই এসব এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। প্রবল বৃষ্টিপাতে আর যাতে কোনোভাবেই প্রাণ সংশয় না ঘটায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।
এদিকে মালাগায় টেনিস প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির জন্য তাও পিছিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে যে ছবি দেখানো হচ্ছে, তাতে দেখা যাচ্ছে ইতোমধ্যেই রাস্তাঘাটে পানি জমতে শুরু করেছে। কোনো কোনো জায়গায় গাড়িতে পানি ঢুকে যাওয়ার উপক্রম হয়েছে। রাস্তাঘাটও পানিতে তলিয়ে গেছে।
সোমবার দেশের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য তিন দশমিক সাত ছয় বিলিয়ন ইউরোর প্যাকেজ ঘোষণা করেছেন। দুই সপ্তাহ আগে যে ভয়াবহ দুর্যোগ হয়েছে, তার জন্যই এই ঘোষণা। আর তারই মধ্যে নতুন করে দুর্যোগ নেমে এলো স্পেনে।