টাঙ্গাইলের ধনবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, জেব-উন-নাহার বকল, সহকারি কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকলিমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিনসহ অনেকে।
সভায় বক্তরা বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন এ উৎসবটি পালিত হয়ে আসছে। দেশে ১৪১৭ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষ জাতীয়ভাবে উদ্যাপিত করা হচ্ছে। সরকারী নির্দেশ অনুযায়ী রমজান মাস হওয়ায় সকাল থেকে বিকেল তিনটার মধ্যে বৈশাখী উৎসবের কার্যক্রম সমাপ্ত করতে হবে।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।