• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

টাকা ছাড়া মিলছে না এসএসসি'র প্রবেশপত্র

টাঙ্গাইল প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

শিক্ষাবোর্ডের নির্দেশ উপেক্ষা করে টাঙ্গাইলের ধনবাড়ীতে এসএসসি পরীক্ষাদের কাছ থেকে প্রবেশপত্র ফি বাবদ টাকা আদায়ের অভিযোগ ওঠেছে।

এ অভিযোগ কেন্দুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে। শিক্ষার্থীরা প্রতিবাদ করলেও তা-কোনো কাজে আসেনি। বরং তাদের মতই বিনা রশিদে টাকা আদায় করে যাচ্ছেন। 

কেন্দুয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবকরা জানান, এবারে এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ে ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি প্রদান করেছেন। তারপরেও এখন দাবিকৃত ৩০০ টাকা নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

নাম প্রকাশ অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয় থেকে জানানো হয় আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টা প্রবেশপত্র বিতরণ শুরু হবে। যথা সময়ে উপস্থিত হন তারা। কিন্তু প্রবেশপত্র বিতরণের সময় ৩০০ টাকা দাবি করেন। বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়েও কোনো কাজে আসেনি। প্রধান শিক্ষক আরও জানায়, টাকা ছাড়া কোনো প্রবেশপত্র দেয়া হবে না। তাদের  দাবিকৃত  টাকা প্রদান করলে বিনা রশিদে দুপুর থেকে শুরু প্রবেশপত্র দেয়ার কাজ। বিদ্যালয় থেকে ১০৯ জনের উপরে পরিক্ষায় অংশ নিবে এবার।

প্রধান শিক্ষক হাফিজুর রহমান বিডি নিউজ বুককে বলেন, ‘প্রবেশপত্র ফি বাবদ টাকা নেয়া হয়নি। ব্যবহারিক পরিক্ষার জন্য ৩০০ টাকা হারে নেয়া হয়েছে। শিক্ষার্থীরা এমন অভিযোগ করেছেন প্রশ্নে?র জবাবে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা হলো গোখরা সাপের মত। আগে আমরা শিক্ষকদের পা ধুয়ে সালাম করতাম।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফি বিডি নিউজ বুককে বলেন, ‘টাকা আদায়ের বিষয়ে প্রধান শিক্ষক কিছু জানানি। তবে এখন শোনলাম। বিষয়টি খোঁজ নেয়া হবে।’

একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামের মুঠোফোনে বলেন, ‘বিষয়টি জানার পর ওই প্রধান শিক্ষাকে টাকা আদায়ে নিষেধ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন বিডি নিউজ বুককে বলেন, ‘বিষয়টি খোঁজ নেয়ার জন্য একাডেমিক সুপারভাইজাকে জানানো হয়েছে।’

Tags: