শীতে শ্বাসকষ্ট বাড়ার কারণ
প্রাকৃতিক নানা কারণে শীতকালে শ্বাসকষ্ট বাড়ার শঙ্কা বেশি থাকে। শীতে ঠাণ্ডার সমস্যাগুলোর মধ্যে শ্বাসকষ্ট একটি। নাক বন্ধভাব, সর্দি, চোখে চুলকানি ও চোখ থেকে পানি পড়া, বুকে চাপ বোধ, কাশি, হাঁচি, দ্রুত শ্বাস-প্রশ্বাস ইত্যাদিকে শ্বাসকষ্টের উপসর্গ হিসেবে ধরা হয়।
প্রাকৃতিক নানা কারণে শীতকালে শ্বাসকষ্ট বাড়ার শঙ্কা বেশি থাকে। শীতে ঠাণ্ডার সমস্যাগুলোর মধ্যে শ্বাসকষ্ট একটি। নাক বন্ধভাব, সর্দি, চোখে চুলকানি ও চোখ থেকে পানি পড়া, বুকে চাপ বোধ, কাশি, হাঁচি, দ্রুত শ্বাস-প্রশ্বাস ইত্যাদিকে শ্বাসকষ্টের উপসর্গ হিসেবে ধরা হয়। তাই আগেই যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের শীতকালে সাবধানতা অবলম্বন করা উচিত।
শীতে শ্বাসকষ্ট বাড়ার কারণগুলো জেনে নিন-
তাপমাত্রার পরিবর্তন: ঠান্ডা থেকে হঠাৎ উষ্ণ পরিবেশে প্রবেশ করলে বা উষ্ণ পরিবেশ থেকে ঠান্ডায় গেলে শ্বাসনালীর ওপর চাপ পড়ে। এটি ফুসফুসের কার্যক্ষমতাকে ব্যাহত করে এবং শ্বাসকষ্ট বাড়ায়।
ঠান্ডা ও শুষ্ক বাতাস: শীতকালে বাতাস ঠান্ডা এবং শুষ্ক থাকে, যা শ্বাসতন্ত্রকে উত্তেজিত করে। এতে অ্যাজমার রোগীদের শ্বাসনালী সংকুচিত হয়ে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে।
শীতকালীন অ্যালার্জি: শীতকালে ধুলা, ধোঁয়া, ফুলের পরাগ বা বাড়ির ভেতরের ছত্রাক (মোল্ড) বেশি সক্রিয় থাকে। এগুলো শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে শ্বাসকষ্ট বাড়াতে পারে।
সংক্রমণ (ইনফেকশন): শীতে সর্দি-কাশি, ফ্লু, এবং অন্যান্য শ্বাসতন্ত্রের সংক্রমণ বেশি হয়। এসব ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ ফুসফুস এবং শ্বাসনালীকে প্রভাবিত করে শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়।