বিশ্ববাজারে আগামী দুই বছর অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী থাকতে পারে। চাহিদার তুলনায় জোগান বেশি থাকায় এমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) এনার্জি আউটলুক প্রকাশিত এক স্বল্পমেয়াদি প্রতিবেদনে এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।
২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মতো শীর্ষ জ্বালানি ব্যবহারকারী দেশগুলোয় তেলের চাহিদা কম থাকায় ২০২৫ সালেও অপরিশোধিত তেলের বাজারে চাহিদার তুলনায় জোগান বেশি থাকবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইআইএর ধারণা, চলতি বছর ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি গড়ে ৭৪ ডলারে দাঁড়াবে, যা পরের বছর ২০২৬ সালে আরও কমে ব্যারেলপ্রতি ৬৬ ডলারে নামতে পারে।
সংস্থাটির পূর্বাভাস, চলতি বছর রেকর্ড ১৩ দশমিক ৫৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। একই বছর মার্কিন বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি গড়ে ৭০ ডলারে থাকবে। ২০২৬ সালে আরও কমে তা ব্যারেলপ্রতি ৬২ ডলারে নেমে যেতে পারে।
বিশ্বব্যাপী জ্বালানি তেলের উৎপাদন ২০২৫ সালে দৈনিক গড়ে ১০৪ দশমিক ৪ মিলিয়ন ব্যারেল হবে বলে ধারণা করছে সংস্থাটি। আর পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও তার মিত্ররা সরবরাহ আরও কমাতে পারে বলেই ধারণা করছে ইআইএ।
বিপরীতে উৎপাদন বাড়াবে ওপেকের বাইরে থাকা দেশগুলো। এদিকে চলতি বছর বিশ্বব্যাপী দৈনিক গড়ে ১০৪ দশমিক ১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের চাহিদা থাকবে বলে জানিয়েছে মার্কিন সংস্থাটি।