• মঙ্গলবার ১৪ জানুয়ারী, ২০২৫
logo

বিয়ে করলেন সংগীতশিল্পী পড়শী

টিএন২৪ ডেস্ক ১২ জানুয়ারী, ২০২৫ ০৫:১৯ পিএম

বিয়ে করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ে করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

গণমাধ্যমকে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

সংগীতশিল্পীর মা গণমাধ্যমকে জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে তারা আপাতত কিছু বলতে চান না।  গণমাধ্যমকে তাদের পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, কবে কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চান না ।

উল্লেখ্য, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে পড়শী ও নিলয় প্রতিযোগী ছিলেন। তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন।