এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাধারণ ভোটাররা। তারা এবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটাধিকার প্রয়োগ করেন।
আজ সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত কেন্দ্রগুলোতে চলে ভোটগ্রহণ। যা এখন চলছে গণনা । তবে কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। বিভিন্ন কেন্দ্রগুলোতে নারী-পুরুষ ভোটাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট শুরুর আগেই দীর্ঘলাইনে অপেক্ষা করতে দেখা যায়। কেন্দ্রে প্রবেশে তাদের সহযোগিতা করতে গেছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের।
ভোটাররা বলছেন, এবার সকল ভোটাররা-ই সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। যা নজিরবিহীন ইতিহাস সৃষ্টি হয়েছে এই উপজেলা পরিষদ নির্বাচনে। তবে এবার কেও একাধিক বা জাল ভোট দিতে পারেনি। ভোট দিয়ে উল্লাস প্রকাশ করছেন তরুণ ভোটাররা।
কাওয়ালিয়া কেন্দ্রের ভোটার মজনু মিয়া, ফরিদ মন্ডল ও মো. উজ্জল মিয়া বলেন, এবার খুব কম সময়ে ভোট দিতে পেরেছি। সব চেয়ে বড় কথা হলো এবার সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। ইসলামপুর কেন্দ্রের সাধারণ ভোটার সাইদুল মিয়া বলেন, 'এবার সঠিক ভোটটি হয়েছে। এমন নির্বাচন প্রতিবার দরকার।'
আবুল হোসেন নামের এক ভোটার বলেন, 'আমি শতভাগ বিশ্বাসী সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। তবে এবার সকল কেন্দ্রে দোয়াত-কলম ও মোটরসাইকেল প্রতীকের মধ্যে যুদ্ধ হবে।
এখানে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন এরা হলেন সাবেক মন্ত্রী ড. রাজ্জাকের খালাতো ভাই হারুনার রশীদ হীরা (ঘোড়া), খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন (দোয়াত-কলম) ও আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটরসাইকেল), সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান রনি (আনারস) ও ড. মো. আজিজুল ইসলাম (হেলিকপ্টার)।
এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যানে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বিন্দিতা করছেন।
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী জানান, 'এবার কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সঁজাগ রয়েছি। কোনো ঘটনা ঘটানোর চেষ্টা চালালেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।'
উল্লেখ্য, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫৮৮ জন। এরমধ্য পুরুষ ৭৯ হাজার ৯০২ জন এবং নারী ৮২ হাজার ৬৮৬ জন।