• শনিবার ২৮ ডিসেম্বর, ২০২৪
logo

হাওরে বোরো ধান কাটার উদ্বোধন করলেন তিন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

সুনামগঞ্জের হাওরে বোরো ধান কেটে ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন দুইজন মন্ত্রী ও একজন উপমন্ত্রী। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের দেখার হাওরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম এই ধান কাটা উৎসবের উদ্বোধন করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে বোরো ধান কর্তন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিগত ১৪ বছরে দেশের একটি মানুষও না খেয়ে মরেনি। আওয়ামী লীগ সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। হাওরে খুশির আমেজ। সকলের মুখে হাসি, ধান কাটা নিয়ে দুশ্চিন্তা নেই। হাওরে ১ হাজার হারভেস্টার যন্ত্র ধান কাটছে। বন্যার পূর্বাভাস নিয়ে দুশ্চিন্তা নেই। পানি আসতে আসতে ইনশাআল্লাহ ধান কাটা শেষ হবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জলাভূমি হাওরে আর কোনো সড়ক নির্মাণ হবে না। হাওরে আর মাটির বাঁধ নির্মাণ করা হবে না। প্রকৃতির সঙ্গে লড়াই করে হাওরে ধান ঘরে তোলা সম্ভব নয়। প্রকৃতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। তবে হাওরে আর মাটির বাঁধ নির্মাণ হবে না। বৈজ্ঞানিকভাবে গবেষণা করে ফসলের সময়টা ১২০ দিনের জায়গায় যদি ১০০ দিন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, প্রতি বছরই আমার হাওরের ফসল রক্ষায় আমরা ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে আসছি বিদায় কৃষকদের  বোর ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে পারছি। প্রতি বছরই আমরা কৃষকদের জন্য, তাদের কষ্টের ফলানো ফসল রক্ষা কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে সঠিক তদারকির মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছি। আমরা বার বার হাওর এলাকার কৃষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে থাকি। হাওরের ফসল কৃষকের গোলায় না উঠা পর্যন্ত আমাদের পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাদের ছোটিও বাতিল করি। সেটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হাওরের কৃষকদের জন্যই আমরা করে আসছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ।
 

Tags: