• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যা, সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক ২৯ এপ্রিল, ২০২৪ ০২:২৩ পিএম

জোড়া খুনের সংবাদ জানার পর নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা নিহতদের স্বজন এবং বাফেলো কমিউনিটির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের বাফেলোতে দুই প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঘটনাস্থলের সিসি ফুজেট দেখে রোববার বিকালে ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। তবে তদন্তে স্বার্থে ওই গ্রেপ্তরকৃত যুবকের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। এর আগের দিন শনিবার বাফেলোর জিনার স্ট্রিটে (ইস্ট ফেরি স্ট্রিট ও বেইলি অ্যাভিনিউ কর্নারে) এ হত্যাকাণ্ডে ঘটনাটি ঘটে। 

নিহতরা ব্যক্তিরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ মোহাম্মদ ইউসুফ (৫৮) ও কুমিল্লার বাবুল মিয়া (৪৩)। নিহত ইউসুফ ও বাবুল পরিবার নিয়ে বাফেলোতে স্থায়ীভাবে বসবাসের জন্য বাড়ি কিনেছিলেন। ঘটনার সময় তারা বাড়ির সংস্কার কাজ করছিলেন।

এদিকে, সংবাদ পেয়ে সোয়াট টিমের একটি দল ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানান। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে ধরিয়ে দিতে সাড়ে সাত হাজার ডলার পুরস্কারের ঘোষণাও দেওয়া হয় ওই সময়।   

দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে রোববার জোহরের নামাজের পর বাফেলো মুসলিম সেন্টারের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন প্রবাসীরা। হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দবি করা হয়। এ সময় বাফেলো সিটি মেয়র বাইরেন ডাব্লিউ ব্রাউন এবং পুলিশ কমিশনার জোসেফ গ্রেমাগলিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভ-সমাবেশ উপস্থিত ছিলেন।

Tags: