• বুধবার ০৮ জানুয়ারী, ২০২৫
logo

বান্দরবানে ২ কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ২৮ এপ্রিল, ২০২৪ ০১:২৭ পিএম

গোলাগুলি থামার পর স্থানীয় বাসিন্দারা দু'জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়

বান্দরবানের রুমা ও থানচি সীমান্তবর্তী বাতলাই এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে আরও দু'জনকে। মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দিবাগত রাত তিনটা থেকে আজ রোববার সকাল পর্যন্ত বাতলাই এলাকায় প্রচন্ড গোলাগুলির খবর পাওয়া যায়। গোলাগুলি থামার পর স্থানীয় বাসিন্দারা দু'জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, ‘দু'জন কেএনএফ সদস্য নিহতের খবর পেয়ে আমাদের পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হবে। তবে এখনও সে সব এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।’

Tags: