• রবিবার ১২ জানুয়ারী, ২০২৫
logo

ধনবাড়ী উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচারণা ব্যস্ত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক ২৩ এপ্রিল, ২০২৪ ০৫:৪১ পিএম

এবারের নির্বাচনকে সুষ্ঠু ও জনমুখী করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীর পরিবারের সদস্য এবং আত্মীয়দের প্রার্থী না হওয়ার নির্দেশ দিয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরষিদ (স্থানীয় সরকার) নির্বাচনে প্রার্থীদের মাঝে ‘প্রতীক’ মার্কা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার সাথে-সাথেই প্রার্থীরা তাদের দলীয় নেতাকর্মী ও সমর্থনকারীদের নিয়ে ভোটের মাঠে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান উপস্থিত থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এতে চেয়ারম্যান পদে হারুনার রশীদ হীরা (ঘোড়া), খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন (দোয়াত-কলম), আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটরসাইকেল), মেহেদী হাসান রনি (আনারস) ও ড. আজিজুল ইসলাম (হেলিকপ্টার) মার্কা পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শামছুল হুদা (টিউবওয়েল), আবু তালেব মুকুল (গ্যাস সিলিন্ডার), ছাইফুল ইসলাম বকল (চশমা), মো. জহিরুল ইসলাম (তালা) ও সোহেল তালুকদার (টিয়া পাখি) এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানে জেব উন নাহার লিনা বকল (ফুটবল), মোছা: কল্পনা বেগম (হাঁস) ও তাহামিনা আক্তার লিপি (কলসী)। 

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, ‘আগামী ০৮ মে সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫৮৮ জন। এরমধ্য পুরুষ ৭৯ হাজার ৯০২ জন এবং নারী ৮২ হাজার ৬৮৬ জন।’

এদিকে দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, ‘তৃণমূলের নেতাকর্মী দিনদিন হতাশ হয়ে রাজনীতি থেকে সরে গেছেন দলীয় স্বজনপ্রীতি’র ফলে। এতে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দিনকে দিন দুর্বল হয়ে পড়েছে। এবারের নির্বাচনে দলীয় ‘প্রতীক’ না থাকায় যিনি যোগ্য, দলের জন্য রাজনীতি করেছেন তারই জিতার সুযোগ রয়েছে।’ 

এবারের নির্বাচনকে সুষ্ঠু ও জনমুখী করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীর পরিবারের সদস্য এবং আত্মীয়দের প্রার্থী না হওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু দলের এই নির্দেশনা মানেনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির খালাতো ভাই হারুনার রশীদ হীরা ও  মামাতো ভাই খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন।

সাধারণ ভোটারা জানান, ‘‘জনসমর্থনে জোর লাড়াইয়ে’র আভাস মিলছে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ ও খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের। এই দুই নেতার মধ্যে-ই হবে ভোট যুদ্ধ। সন্ত্রাস-দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করায় মেহেদী হাসান রনির নাম ওঠে এসেছে। ভাইস চেয়ারম্যান পদে আবু তালেব মুকুল ও মোছা: কল্পনা বেগমের বিজয়ীর ব্যাপারে লোকমুখে বেশি নাম শোনা যাচ্ছে।’’ 

Tags: