• বৃহস্পতিবার ০৯ জানুয়ারী, ২০২৫
logo

মানুষের সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হয়েছি: মেহেদী হাসান রনি

নিজস্ব প্রতিবেদক ১৪ এপ্রিল, ২০২৪ ১২:৩৪ পিএম

আমার ব্যক্তিগতভাবে একটাই চাওয়া, মানুষের জন্য কিছু করা, মৃত্যুর পর মানুষের মাঝে কর্ম দিয়ে বেঁচে থাকা সেই চিন্তা চেতনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি। দীর্ঘদিন ধরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত ধনবাড়ী উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে এবারের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক এই ছাত্রনেতা।

মেহেদী হাসান রনি ছাত্র জীবন থেকেই এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন। সবসময় প্রতিবাদ করছেন সন্ত্রাস ও দুর্নীতিবাজদের। এমনকি কোনো ধরনের অন্যায়-কে দিচ্ছেনা প্রশ্রয়। যেখানে-ই হচ্ছে অন্যায় সেখানে-ই করছেন প্রতিবাদ। তার কর্মকাণ্ডে তৃণমূলের নেতাকর্মীদের আস্থায় পরিণত হয়েছেন।


নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থনকারীদের নিয়ে চালাচ্ছেন প্রচারণা। প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই তরুণ প্রার্থী।

মেহেদী হাসান রনি বলেন, ধনবাড়ীতে বর্তমানে যে রাজনীতি বিরাজ করছে. এটা হলো অপরাজনীতি। এই রাজনীতির ফলে ধনবাড়ীতে তেমন কোনো উন্নয়ন হয়নি। হাতে গোনা কয়েকজন নিচ্ছে দলীয় সুবিধা। সরকারের উন্নয়নের বরাদ্দের টাকায় করা হয়নি সঠিক কাজ। যার ফল ভোগ করছে জনগণ। 

 

তিনি আরও বলেন, আমার ব্যক্তিগতভাবে একটাই চাওয়া, মানুষের জন্য কিছু করা, মৃত্যুর পর মানুষের মাঝে কর্ম দিয়ে বেঁচে থাকা সেই চিন্তা চেতনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। এলাকার উন্নয়নসহ মানুষের কল্যাণে কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সকলের দোয়া-আশির্বাদ কমনা করছি।



উল্লেখ্য, আগামী ০৮ মে তফসিল অনুযায়ী ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

Tags: