টাঙ্গাইলের ধনবাড়ী-মধুপুরবাসীর সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মো. রুকনুজ্জামান সুজা। ঈদের নামাজের পর থেকে তিনি এলাকায় ঘুরে-ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে এড. সুজার সাথেও দেখা করতে তার গ্রামের বাড়ি ধনবাড়ীর মুশুদ্দিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসতে শুরু করেন। সকলকে আপ্যায়নের পাশাপাশি ব্যক্তিগত খোঁজ খবর নেন। দলের প্রয়াত নেতাকর্মীদের পরিবারের সাথে সাক্ষাত করে তাদের প্রতি সহমর্মিতা জানান।
অচিরেই কেন্দ্র থেকে দলীয় আরও কর্মসূচি আসবে উল্লেখ করে নেতাকর্মীদেরকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ জানান এড. সুজা। তিনি বলেন, আমি কলেজ পড়ুয়া থেকেই ছাত্র রাজনীতিতে জড়িত। জনগণের সাথে থেকে কাজ করার আগ্রহ আমার সব সময়।
এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না মন্তব্য করে নেতাকর্মীদের বলেন, আপনারা মনোবল হারাবেন না। দেশের জনগণ আমাদের পক্ষে রয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদেরকে সুখে-দুখে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে আশ্বাস দেন।