• শুক্রবার ১০ জানুয়ারী, ২০২৫
logo

কেএনএফের উপদেষ্টা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ১০ এপ্রিল, ২০২৪ ০৪:১৪ পিএম

মঙ্গলবার রাতে বান্দরবানের রুমা উপজেলার বেথেলপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী লাল লিয়ান সিয়াম বমকে (৫৭) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে বান্দরবানের রুমা উপজেলার বেথেলপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন। লাল লিয়ান সিয়াম বম রুমা উপজেলার ২ নম্বর রুমা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত থন আলহ বমের ছেলে। 

পুলিশ জানায়, বুধবার দুপুরে লাল লিয়ান সিয়াম বমকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদেশের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়। 

উল্লেখ্য, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দফায় দফায় ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় আটটি মামলা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানে এ পর্যন্ত ১৯ জন নারী ও ৩৬ জন পুরুষসহ মোট ৫৫ জনকে গ্রেফতার করা হয়

Tags: