• রবিবার ২৯ ডিসেম্বর, ২০২৪
logo

‘সার্টিফিকেট জালিয়াতিতে বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত’

নিজস্ব প্রতিবেদক ০৪ এপ্রিল, ২০২৪ ০৭:৩১ পিএম

বোর্ডের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা এতে জড়িত রয়েছে তার অপকর্মে অনেকে আর্থিক ভাগ নেন বলে জানিয়েছে এ কে এম শামসুজ্জামান

নকল সার্টিফিকেট তৈরি করে বিক্রির অভিযোগে গ্রেপ্তার কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামান গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে মুখ খুলতে শুরু করেছেন। তিনি একা নন, বোর্ডের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা এতে জড়িত রয়েছেন। তার অপকর্মে অনেকে আর্থিক ভাগ নেন বলে তিনি। 

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান। 

তিনি বলেন, কয়েক দিন আগে পীরেরবাগে অভিযান চালিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট তৈরির কারখানার সন্ধান পেয়ে ছিলাম। সার্টিফিকেট কিন্তু জাল নয়। সরকার যে কাগজ ব্যবহার করে শিক্ষার্থীদের সনদ দেয়, শামসুজ্জামান একই কাগজ ব্যবহার করে সার্টিফিকেট বানাত। অর্থাৎ তিনি শিক্ষা বোর্ড থেকে কাগজ এনে বাসায় বসে সার্টিফিকেট বানাতেন। তারপর রেজাল্ট অনুযায়ী টাকা নিতো। সার্টিফিকেট বানানোর পরে সেই রেজাল্টের তথ্য শিক্ষা বোর্ডের সার্ভারে আপলোড করে দিতো।

এই কর্মকর্তা বলেন, এসব সার্টিফিকেট দিয়ে অনেকে বিদেশে গেছেন, অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আবার অনেকে চাকরি করছে। এভাবে সে দীর্ঘদিনে সাড়ে পাঁচ হাজারের বেশি সার্টিফিকেট দিয়েছে।  শামসুজ্জামানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদকালে তিনি চমকপ্রদ তথ্য দিচ্ছেন। বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে ম্যানেজ করে কাজ করতো সে।

হারুন বলেন, শামসুজ্জামানকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রিমান্ডে পাওয়া তথ্য যাচাই করে এর সাথে কোন কোন রাঘব বোয়াল জড়িত, সবার নাম প্রকাশ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

Tags: