আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি। জনসমর্থন থাকায় তিনি নির্বাচিত হতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‘নির্বাচিত হতে পারলে এ উপজেলাকে উন্নয়নের রোল মডেল বানিয়ে দেশবাসীকে দেখাতে চাই।’’
উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই তরুণ প্রার্থী মেহেদী হাসান রনি। তার কর্মকাণ্ডে তৃণমূলের নেতাকর্মীদের আস্থায় পরিণত হয়েছেন। তার পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছে সকল এলাকার সাধারণ মানুষ, তরুণ ভোটার, দলের নেতাকর্মী ও তৃণমূলের নেতাকর্মীরা। নির্বাচনী গণসংযোগে উৎসবের আমেজ বিরাজ করছে।
মেহেদী হাসান রনি সময় ডট নিউজকে বলেন, ‘বঙ্গবন্ধুকে ভালোবেসে ছাত্র জীবন থেকে আওয়ামী লীগ রাজনীতি করে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছি সামনে থেকে। কখনই পিছপা হইনি। যে কোনো কর্মসূচি জীবন বাজি রখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় সম্পন্ন করেছি।’
তিনি বলেন, ‘মানুষের জন্য কাজ করতে চাই। ছাত্র জীবনের শুরু থেকেই নিজেকে জনসেবায় নিয়োজিত করেছি। জনগণের সেবায় থাকতে চাই। তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী আমার সঙ্গে রয়েছেন। আমার স্বপ্ন ধনবাড়ী উপজেলাবাসীকে নিয়ে। মাটি ও মানুষের সঙ্গে আমার সম্পর্ক। আশা করি নির্বাচত হতে পারলে আমার স্বপ্ন পূরণ হবে।’
মেহদী হাসান রনি ছাড়াও চেয়ারম্যানর পদে নির্বাচন করবেন সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির খালাতো ভাই হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু ও সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ০৮ মে ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।