বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদে একটি জুতার সোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।
আজ শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪টার ১০ দিকে টেক্সটাইল মোড়ের ‘রংদা ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানায় আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা। গণমাধ্যমকে তিনি বলেন, ‘কারখানাটি বিদেশি মালিকানাধীন বলে শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি।’
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কোরিয়ান প্রতিষ্ঠান রংদাইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ মূলত জুতার অ্যাক্সেসরিজ তৈরি করে। প্রথমে ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।
যদিও কারখানার কর্মকর্তারা আমাদের বলেছেন যে আজ সাপ্তাহিক ছুটির দিন। তাই কোনো শ্রমিক বা কর্মচারী কারখানার ভেতরে নেই। তবুও আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে কেউ কারখানার ভেতরে আছে কি না।।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।