ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ টাঙ্গাইলের ধনবাড়ীর সাধারণ বীমা গ্রাহকদের সাথে উন্নয়নমূলক সভা করেছে। আজ সোমবার ইফতারের আগে ধনবাড়ী-কেন্দুয়া রোডের নিজস্ব কার্যালযে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভাটি সঞ্চালনা করেন ন্যাশনার লাইফ ইনস্যুরেন্সের টাঙ্গাইলের চীফ অফিসার আতিকুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ঢাকা বিভাগীয় সহকারী ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম।
জনবীমার বিস্তারিত গুরুত্ব তুলে ধরে গ্রহকদের মাঝে আরও বক্তব্য দেন ধনবাড়ী বøকের এজিএম হায়দার রহমান, বিএম কল্পনা বেগম, আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বীমা গ্রাহীতাদের মাঝে বীমা বোনাসের চেক, ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়।