টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয় ও মতবিনিময় সভা করেছেন ধনবাড়ীর নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইউএনও মোস্তাফিজুর রহমান প্রেসক্লাবে কর্মরদের সাথে উপজেলার বিভিন্ন উন্নয়ন, সম্ভাবনা, মাদক-সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ, সরকারের বিভিন্ন ভিশন বাস্তবায়নে সহযোগিতা এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আবু এহসান, সাধারণ সম্পাদক আনছার আলী, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম শহীদ, ধানবাড়ী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, দপ্তর সম্পাদক সৈয়দ সাজন আহমেদ রাজু, কোষাদক্ষ্য শাহাদত হোসেন জগলু, ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।