পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা ৬ দিনের ছুটি পাবে সৌদিবাসী।
আজ রোববার (২৪ মার্চ) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়টি জানায়, ঈদুল ফিতর উপলক্ষে সৌদিতে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যেহেতু ১২ এপ্রিল শুক্রবার ও ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক বন্ধ রয়েছে। এর ফলে সবমিলিয়ে টানা ছয়দিনের ছুটি পাওয়া যাবে।
এ বছর সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে ১১ মার্চ থেকে। ইংরেজি মাসগুলো ৩০ এবং ৩১ দিনের হলেও আরবি মাসগুলা হয়ে থাকে ২৯ থেকে ৩০ দিনের। রমজান মাস শেষ হওয়ার পরদিন পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে।
ঈদের দিন মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করে থাকেন। ঈদের নামাজের আগেই ধনীরা গরীবদের যাকাত ও ফিতরা দিয়ে থাকেন। এর মাধ্যমে ধনী-গরীব উভয়ই ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ পান।