• শনিবার ২৮ ডিসেম্বর, ২০২৪
logo

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২২ মার্চ, ২০২৪ ১১:০৮ এএম

কেজরিওয়ালের গ্রেপ্তারের খবর পেয়ে আম আদমি পার্টির (আপ) সদস্যরা দিল্লির রাস্তায় নেমে পড়েন প্রতিবাদ দেখাতে। কেজরিওয়ালের বাড়ির সামনে দলটির প্রচুর কর্মী জড়ো হন। ছিলেন আপ নেতা ও মন্ত্রীরাও। কেজরিওয়ালের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জোয়ান মোতায়েন করা হয়।

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেপ্তার করে। দিল্লির বহুল আলোচিত মদ নীতি সংক্রান্ত আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে। আজ শুক্রবার এই গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তিনি।

এ দিকে, কেজরিওয়ালের গ্রেপ্তারের খবর পেয়ে আম আদমি পার্টির (আপ) সদস্যরা দিল্লির রাস্তায় নেমে পড়েন প্রতিবাদ দেখাতে। কেজরিওয়ালের বাড়ির সামনে দলটির প্রচুর কর্মী জড়ো হন। ছিলেন আপ নেতা ও মন্ত্রীরাও। কেজরিওয়ালের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জোয়ান মোতায়েন করা হয়।

দিল্লির মন্ত্রী অতিশি জানিয়ে দেন, ‘কেজরিওয়াল পদত্যাগ করবেন না। দরকার হলে তিনি জেলে বসে কাজ করবেন। কারণ রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

আপ নেতা সোমনাথ ভারতীও জানিয়ে দেন, ‘কেজরিওয়ালের পদত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানাবেন কেজরিওয়াল। ভারতে কিছুদিন আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমংন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার করা হলো কেজরিওয়ালকে। তবে গ্রেপ্তারের আগে সোরেন পদত্যাগ করেছিলেন।

এর আগে একই অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। আপ সংসদ সদস্য সঞ্জয় সিংকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার করা হলো অরবিন্দ কেজরিওয়ালকে।

Tags: