• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

বান্ধবীকে চাকরির প্রলোভন, ভুয়া পুলিশ সদস্য আটক

কুমিল্লা প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

কুমিল্লায় এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনার সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই ভুয়া পুলিশ সদস্যের নাম মো. সাগর হোসেন (১৯)।

আজ  শনিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।  মো. সাগর হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়,  মো. সাগর হোসেন পুলিশের পোষাক পড়ে তাঁর বান্ধবীকে ছবি পাঠায়। তাঁর ওই বান্ধবীকে নৌ-বাহিনীতে চাকরি দিবে প্রলোভন দেখায়। তাঁর ওই বান্ধবীসহ অপর বান্ধবীকে একই প্রলোভন দেখাতে শুরু করে সাগর। পুলিশের পোষাক পড়ে শুক্রবার চান্দিনায় ওই বান্ধবী সাথে দেখা করতে আসে। তাঁরা দুজনের রিকশায় বিভিন্ন স্থানে ঘুরাফেরার সময় নড়রে আসে চান্দিনা থানা-পুলিশের। 

চান্দিনা থানা-পুলিশ মো. সাগর হোসেনকে আটক করে জিজ্ঞাবাদ করলে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেয়। পরবর্তীতে একটি আইডি কার্ডও দেখায়। আইডি কার্ডটি ভুয়া প্রমাণিত হলে তাকে আটক করে পুলিশ। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: