• শনিবার ২৮ ডিসেম্বর, ২০২৪
logo

অবশেষে সামনে আসছেন কেট মিডলটন!

আন্তর্জাতিক ডেস্ক ১৮ মার্চ, ২০২৪ ০৪:০২ পিএম

ব্রিটিশ রাজপরিবারের এক সূত্র টাইমসকে জানিয়েছে, 'প্রিন্সেস অব ওয়েলস তার শারীরিক জটিলতা থেকে পুনরুদ্ধারের বিষয়ে জনসম্মুখে কথা বলবেন। আমি আশা করব, সময় অনুযায়ী এ বিষয়টি নিয়ে তিনি সামনে আসবেন। তাড়াহুড়ো করবেন না।'

ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের অনুপস্থিতি ঘিরে জনমনে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন উদ্বেগ আর জল্পনা-কল্পনার মধ্যে অবশেষে সামনে আসছেন কেট। 

একটি পাবলিক ইভেন্টে নিজের স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারেন তিনি।  শনিবার যুক্তরাজ্যের সংবাদপত্র টাইমসে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। 

ব্রিটিশ রাজপরিবারের এক সূত্র টাইমসকে জানিয়েছে, 'প্রিন্সেস অব ওয়েলস তার শারীরিক জটিলতা থেকে পুনরুদ্ধারের বিষয়ে জনসম্মুখে কথা বলবেন। আমি আশা করব, সময় অনুযায়ী এ বিষয়টি নিয়ে তিনি সামনে আসবেন। তাড়াহুড়ো করবেন না।'

গত জানুয়ারিতে পেটের একটি অস্ত্রোপচারের পর থেকে কেট মিডলটনকে আর জনসমক্ষে দেখা যায়নি। 

গত ১৭ জানুয়ারি কেনসিংটন প্যালেস একটি ঘোষণায় জানিয়েছে, প্রিন্সেস অব ওয়েলসকে পেটের অস্ত্রোপচারের জন্য ১৬ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। 

পরবর্তী ঘোষণায় অস্ত্রোপচার সফল হওয়ার তথ্যও জানিয়েছিল তারা।  কিন্তু এর পর থেকেই তিনি আড়ালে ছিলেন। 

Tags: