• শনিবার ২৮ ডিসেম্বর, ২০২৪
logo

দুই ভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের ফাঁসি

কুমিল্লা প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

কুমিল্লায় মেহেদী হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনি (৬) নামের দুই সৎভাইকে হত্যার দায়ে তাদরে অপর সৎভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে কুমিল্লার আদালত।

আজ সোমবার এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি আল-শফিউল ইসলাম ছোটন। সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে আইনজীবি এপিপি এডভোকেট নজরুল ইসলাম।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি সদর দক্ষিণের রসুলপুর গ্রামের ছোটন তাঁর দুই সৎভাই মেহেদী হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনি (৬) কে গলা চেপে ও বালিশ চাপা দিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতদের মা রেখা বেগম বাদী হয়ে ছোটনকে আসামি করে একই দিন কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করে।

অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর সে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। পরবর্তীতে মামলায় ২০জন সাক্ষী গ্রহণ হয়। ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হয়। পরে তাঁকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত।

Tags: