• শুক্রবার ১০ জানুয়ারী, ২০২৫
logo

ধনবাড়ীতে ৭ দফা দাবিতে মানববন্ধন

ধনবাড়ী প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

সাত দফা দাবিতে নিরাপদ সড়ক চেয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধনবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ।

 

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত প্লেকার্ড।

 

আজ রোববার সকাল সাড়ে ১০টায় ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

 

মানববন্ধনে বক্তরা বলেন, ধনবাড়ীর যাত্রিবাহী বাসগুলোর কারণে প্রতিনিয়ত-ই বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা। চালকরা বাস চালানোর সময় কোনো তোয়াক্কা করে না। খেয়াল-খুঁশি মত সড়কে বাস রাখায় সৃষ্টি হয় লম্বা যানজটের। গত ৭ ফ্রেরুয়ারী সড়ক দুর্ঘটনায় মারা যায় কলেজ শিক্ষার্থী মাফুজুর রহমান সিয়াম (২২), ৫ ফ্রেরুয়ারী সার্থক রায় (২২)।

 

এছাড়াও সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষকসহ ধনবাড়ীর আঞ্চলিক মহাসড়কে ঘটনাস্থলে মোট প্রাণহানি হয় সাত জনের। এসব মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে তাঁরা আরও বলেন, আর যেন কোনো মায়ের কোল শূন্য না হয়। সরকারের কাছে আমাদের একটাই দাবি সরকার যেন আমাদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সার্থক রায়ের চাচা সজল ভদ্র, আ. মজিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  মেহেদী হাসান রনি, মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সভাপতি শহিদুল্লাহ, নিহত সিয়াম ও সার্থকের সহপাঠি কৌশিক, সবুজ মিয়া, শান্ত আহমেদ, তৌসিফ ও শিহাদ আহমেদসহ আরও অনেকে।

Tags: