টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বেলা ১১ দিকে উপজেলার পাইস্কা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা।
এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, জেব উন নাহার লিনা বকল, পাইস্কা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাবুলসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল বলেন, তীব্র শীতে অসহায় মানুষদের উষ্ণতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কম্বল ছাড়াও বিভিন্ন এলাকার ৫’শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হলো। এছাড়াও ব্যক্তিগতভাবে শীতার্তদের শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। এ ইউনিয়নের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।