• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে পিটার হাস

অনলাইন ডেস্ক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপির সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রর রাষ্ট্রদূত পিটার হাস।

আজ  সোমবার বিকাল ৩টার দিকে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন_ জাতীয় পার্টির মহাসচিব আডভোকেট মজিবুল হক চুন্নু এমপি, দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি ও দলটির উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা।

জানা গেছে, বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে কথা বলবেন পিটার হাস।

Tags: