পবিত্র রমজানের সূচনায় বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
সেই শুভেচ্ছাবার্তায় পৃথক ভাবে উল্লেখ করা হল দুই নিপীড়িত মুসলিম জনগোষ্ঠী, চিনের ইউঘুর এবং মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের কথা।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন এই শুভেচ্ছা জানান। হোয়াইট হাউসের তরফে বাইডেনের বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বাইডেন বলেন, ইসলামিক পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি এবং জিল শুভকামনা জানাই। পবিত্র এই মাসটি নিজেকে নতুন করে গড়ার, দাতব্য কাজ, ইবাদত এবং সমৃদ্ধির সময়। আমরা আপনাদের সাফল্যমণ্ডিত এবং শান্তিপূর্ণ রমজান কামনা করি।
তিনি বলেন, চীনের উইঘুরে বসবাসরত মুসলমান, বার্মার (মিয়ানমার) রোহিঙ্গাসহ বিশ্বজুড়ে যেসব জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের মুখোমুখি হচ্ছেন, অংশীদারদের সঙ্গে নিয়ে তাদের প্রতি একাত্মতা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ এবং পাকিস্তানের বন্যাদুর্গতদেরও স্মরণ করেছেন জো বাইডেন।
তিনি বলেন, আমরা তুরস্ক এবং সিরিয়ার জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখব। একই সঙ্গে পাকিস্তানের জনগণের পাশেও আমরা থাকব।