• শুক্রবার ১০ জানুয়ারী, ২০২৫
logo

মহাদেবপুরে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার

মহাদেবপুর প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

নওগাঁর মহাদেবপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ  রোববার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মহাদেবপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, উত্তরগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম পিন্টু, যুগ্ম সম্পাদক তয়জুল ইসলাম, চেরাগপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো: আসাদ আলী, বিএনপি কর্মী মাইনুল ইসলাম, খোরশেদ আলম, আসাদ আলী, তায়েজ উদ্দীন, শাহজালাল মিঠু, মোশারফ হোসেন জুয়েল, আজাহার আলী ও সাইফুল ইসলাম স্বপন। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন এর সত্যাতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ের পর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

Tags: