নওগাঁর রাণীনগরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সুজন চন্দ্র ভৌমিক (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কে সোনাকানিয়া ব্রীজ সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে। নিহত সুজন বড়গোছা ইউনিয়নের কাটরাশাইন গ্রামের রবীন্দ্রনাথ ভৌমিকের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকালের দিকে নিজ মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন সুজন। সোনাকানিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই সুজন মারা যায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।