• রবিবার ২৯ ডিসেম্বর, ২০২৪
logo

প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইল প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

আসন্ন টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচন ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসনের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার ( ৬ জুন) উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন_ সিনিয়র জেলা নির্বাচন কর্তকর্তা ও টাঙ্গাইল ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, সহকারি পুলিশ সুপার সখীপুর সার্কেল এমএম রকীব উর রাজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় প্রমুখ।

এ সময় আরও বক্তব্য রাখেন_আওয়ামী লীগ মনোনীত বাসাইল পৌর মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী রাহাত হাসান টিপ ও স্বতন্ত্র প্রার্থী এনামুল করিম অটল। 

পৌর নির্বাচন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন। 

Tags: