নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদেশ্বর ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে। এতে সভাপত্বি করেন উপজেলা কৃষকদলের আহবায়ক সুলতান মামুনুর রশিদ মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রিয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রিয় সংসদের সাধারণ-সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, কেন্দ্রিয় সংসদের যুগ্ম-সম্পাদক ফজলে হুদা বাবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা শাখার আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল, জেলা শাখার সদস্য সচিব এটিএম ফিরো দুলু, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু ও একেএম ননিমুল হকা ছানা প্রমুখ।
উপজেলা কৃষকদলের সদস্য সচিব হারুন উর-রশিদ রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
শেষে দ্বি-বার্ষিক সম্মেলনে সুলতান মামুনুর রশিদ মামুনকে সভাপতি ও মতিউর রহমান মতিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।