• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

সুদীপ্ত সাইদ খান ০৭ ডিসেম্বর, ২০২৪ ০৭:২৪ পিএম

চট্টগ্রামের ইপিজেডে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

চট্টগ্রামের ইপিজেডে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ইপিজেড বেপজা গেটের পাশে ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় থাকা  ইউনিটি অ্যাক্সেসরিজ নামে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’ 

এদিকে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কোনাকিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Tags:   খবর