• শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪
logo

‘পুষ্পা ৩’-এ বিজয় দেবেরাকোন্ডা, বাদ পড়লেন আল্লু!

টিএন২৪ ডেস্ক ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৩:৫১ পিএম

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির আগেই ছবিটি আয় করেছে ৬০ কোটি টাকা। অগ্রিম বুকিংয়েই সৃষ্টি করেছে রেকর্ড।

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির আগেই ছবিটি আয় করেছে ৬০ কোটি টাকা। অগ্রিম বুকিংয়েই সৃষ্টি করেছে রেকর্ড।

ইতোমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘পুষ্পা টু’ সিনেমার রিভিউ। দর্শকদের কাছ থেকে লেটার মার্কস পেয়েছেন আল্লু অর্জন ও পরিচালক সুকুমার। 

আগেই জানা গিয়েছিল ‘পুষ্পা ৩’ আসতে চলেছে। সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন ছবির নায়িকা রশ্মিকা মান্দানা এবং সাউন্ড ডিরেক্টর রাসুল পুকুট্টি। 

আর এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হলো বিজয় দেবেরাকোন্ডার একটি টুইট। সেখানেই জানা গেল, পুষ্পা ৩- এ রয়েছেন তিনি! ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘পুষ্পা টু: দ্য রুল’ এর পরে আসছে ‘পুষ্পা দ্য র‌্যমপেইজ’। 

পরিচালকের সঙ্গে ছবি তুলে এমনটাই জানিয়ে রাখলেন বিজয়। পাশাপাশি জানালেন, সুকুমারের সঙ্গে কাজ করতে তর সইছে না তার।

স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন, নতুন সিক্যুয়েলে কি বাদ পড়বে আল্লু অর্জুন? তার জায়গাতেই কি আসছেন বিজয়? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রেখেছেন পুষ্পা টিম। তবে বিজয় যে পুষ্পা ৩ ছবির কাণ্ডারী হবেন তা কিন্তু একেবারেই স্পষ্ট।