এ মাসের শেষে শুরু হতে যাচ্ছে বিপিএলের একাদশতম আসর। মঙ্গলবার সন্ধ্যায় (৩ ডিসেম্বর) বিপিএল'র থিম সং এবং গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন মজার এক তথ্য। এবার বিপিএলের থিম সংয়ে থাকছে নতুনত্ব। আর সেখানে সরাসরি ভূমিকা রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি লিখেছেন গানের দুটো লাইন। লাইনগুলো এরকম-‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
বাকি লাইনগুলো লিখেছেন গোলাম মোর্শেদ, হান্নান হোসেন শিমুল ও মাসুদুর রহমান। নতুন আসরের থিম সংটি গেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা। সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রায়েফ আল হাসান রাফা ও র্যাপার হান্নান হোসাইন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম অলিম্পিকসহ বড় বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। আমাদেরকে যদি একটু দিতেন। আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার থিম সংয়ের কয়েকটি লাইনও লিখে দিয়েছেন। ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান ইনপুট দেয়ার জন্য।’
উল্লেখ্য, এবারের বিপিএলের প্রতিটি আয়োজনেই থাকছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্পৃহা। টুর্নামেন্টের মাসকটসহ গ্রাফিতি ও থিম সং- সব কিছুতেই প্রকাশ পেয়েছে আন্দোলনের বিভিন্ন ‘থিম গ্রাফিতি’। জুলাই আন্দোলনের নানা স্মৃতির সঙ্গে বিভিন্ন স্লোগানে গ্রাফিতিগুলো তৈরি করা হয়েছে।