প্রখ্যাত সংগীতশিল্পী লাকী আখন্দের সুরে এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন আরেক সুরকার ও গায়ক বাপ্পা মজুমদার। গানের নাম ‘ভবের নদী’। এখানে বাপ্পার সহশিল্পী হিসেবে আছেন সাঈদা শম্পা। লাকী আখন্দের সুরের উপর গানটির সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। গোলাম মোর্শেদের লেখা এই গানটি প্রকাশ পাবে আগামীকাল ৫ ডিসেম্বর ‘গান জানালা’ নামের ইউটিউব চ্যানেলে।
বাপ্পা বলেন, ‘লাকী আখন্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আমার খুব ভালো লাগছে তার সুরে এমন একটি গান করতে পেরে। এ জন্য মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে শম্পা দারুণ গেয়েছেন। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।'
গানটির গীতিকার বলেন, 'বাপ্পাকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা ছিল। তাকে বলি, লাকী ভাইয়ের সুর করা একটা গান আছে ‘ভবের নদী’। গানটা শুনে বাপ্পার খুব পছন্দ হয়। এরপরই সে নতুন করে গানটার মিউজিক করে।'
উল্লেখ্য, ২০১৭ সালের ২১ এপ্রিল ৬০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান লাকী আখন্দ। রেখে যান অসাধারণ সব গান।