প্রথম দিনের অগ্রিম বুকিংয়েই ‘পুষ্পা টু’র ঝুলিতে ৫০ কোটির ব্যবসা। ১০ লাখ টিকিট বিক্রিতে ‘পুষ্পা’ ঝড়ের শুরু ভারতজুড়ে।
ভারতীয় গণমাধ্যমের খবর, এই ছবির তেলুগু টু ডি ভার্সন অগ্রিম বুকিংয়ে ব্যবসা করেছে ১৭.১৬ কোটি রুপি। এবং পুষ্পা টু- হিন্দি ভার্সন অগ্রিম বুকিংয়ে তুলেছে ১২ কোটি রুপি। অন্যদিকে, তামিল ভার্সনে ৮২.৪ লাখ এবং মালায়লম ভার্সনে ১.২ কোটি রুপি অগ্রিম বুকিংয়ে ঘরে তুলেছে।
তবে চমক রয়েছে আরও। ‘পুষ্পা টু’ ছবির মুক্তির আগেই জানা গেল, খুব শীঘ্রই আসবে ‘পুষ্পা থ্রি’। রেসুল পুকুট্টির একটি ছবি পোস্ট করার পরই এ খবর প্রকাশ্যে আসে। রেসুল যে ছবিটি পোস্ট করেছেন, তার ব্যাকগ্রাউন্ডেই স্পষ্ট হয়েছে ‘পুষ্পা থ্রি’-এর পোস্টার।
প্রসঙ্গত, দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ টু-এর ব্যবসার রেকর্ড ভেঙে ফেলবে।