শীতকাল মানেই উৎসবের মৌসুম। গানের আসর থেকে শুরু করে চলচ্চিত্র উৎসব- সবকিছু মিলিয়েই উৎসবমুখর হয়ে ওঠে শহর ঢাকা।
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে শুরু হচ্ছে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইরানি চলচ্চিত্র উৎসব ২০২৪’। আগামীকাল ৩ ডিসেম্বর মঙ্গলবার থেকে পর্দা উঠছে এ উৎসবের। চলবে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এ চলচ্চিত্র উৎসবের। এদিন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবিরের সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জবির উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি, ইরানিয়ান কালচারাল সেন্টারের কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন এবং চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি।
উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ‘ইরান-বাংলাদেশ ফিল্ম কো-প্রোডাকশন: ব্রিজিং মার্কেটস অ্যান্ড কালচার’ শীর্ষক আলোচনা। ৩ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ইরানের ৬টি চলচ্চিত্র— বডিগার্ড, কালার অব প্যারাডাইস, দ্য সারভাইভার, দ্য সং অব স্প্যারোস, টেইস্ট অব চ্যারি এবং চিলড্রেন অব হেভেন।
উৎসব চলাকালে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে জবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে। চলচ্চিত্রগুলোর প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। উৎসবে সহযোগিতা করছে বাংলাদেশে ইরানি দূতাবাসের কালচারাল সেন্টার। উৎসবের সব তথ্য জানা যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের ফেসবুক পেজে।