দশ বছরেরও বেশি সময় ধরে স্ত্রী-সন্তান নিয়ে কানাডায় থিতু হয়েছেন সঙ্গীতশিল্পী তপন চৌধুরী। তবে প্রতি বছরই দেশে আসেন। হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এ শিল্পী। ২৪ নভেম্বর নিউ ইয়র্কে একটি কনসার্টে অংশ নিয়ে পরদিন মন্ট্রিয়ালে নিজের বাসায় ফেরেন তিনি। এরপর ২৬ নভেম্বর হার্ট অ্যাটাক হয় তার। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অস্ত্রোপচার করেন। হার্টে পরানো হয় দুটি রিং। চারদিন হাসপাতালে থাকার পর গত ১ ডিসেম্বর বাসায় ফেরেন তপন চৌধুরী। এখন কানাডার মন্ট্রিয়ালে নিজের বাসাতেই বিশ্রামে রয়েছেন। এভাবে থাকতে হবে আরো কয়েকদিন।
শিল্পী তপন চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। মুন্নী বলেন, ‘হাসপাতালে নেয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানতে পারেন, দাদার হার্টে দুটি ব্লক রয়েছে। পরদিন দুটি রিং পরানো হয়। এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’
উল্লেখ্য, সত্তরের দশকের শেষদিকে গানের জগতে পা রাখেন তপন চৌধুরী। সোলস আর তপন চৌধুরী হয়ে ওঠে একে অপরের পরিপূরক। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারেও তুমুল সফল তিনি। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’, ‘তুমি আমার প্রথম সকাল’সহ আরো অনেক গান।